প্রকাশিত: Fri, Feb 24, 2023 2:02 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:33 PM

রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি কোনো বিবেচনায় গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ। উচ্চ জনসংখ্যার ঘনত্বের সঙ্গে ইতিমধ্যেই নিজস্ব অন্যান্য জটিল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। এতা বিশাল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেও দীর্ঘায়িত উপস্থিতি কোনো বিবেচনায় গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দিয়ে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংলাপে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রুনাই দারুসসালাম, কানাডা, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সেনেগাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক অংশগ্রহণ করে।

পররাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অচলাবস্থার নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও বিলম্ব হলে বাংলাদেশ ও এই অঞ্চলের জন্য বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে।

সংলাপে মিয়ানমারের উপর সম্প্রতি গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে পূর্বে গৃহীত অন্যান্য সাধারণ পরিষদের রেজুলেশন বাস্তবায়নের জন্য সমস্ত প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সম্ভাব্য সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। বিশেষ করে তিনি আসিয়ান দেশগুলোকে জোরালো ভূমিকা নেওয়ার কথা বলেন।

সংলাপে অংশগ্রহণকারীরা আসিয়ানের পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা সংকটের মূল কারণগুলিকে সমাধানের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। বাংলাদেশের আতিথেয়তা ও রোহিঙ্গাদের প্রয়োজনীয় সকল মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব